বাসস দেশ-২৭ : খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

238

বাসস দেশ-২৭
ফরহাদ- মাঠ দিবস
খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর, ৫ মার্চ, ২০২১ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খাদ্য ও পুষ্টি ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে।
আজ মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাইয়ের মাঠ দিবস-২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলমের সভাপতিত্বে বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং বিএডিসি’র সদস্য পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকারের সদিচ্ছা ও সক্ষমতার কারণে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। খাদ্য ও পুষ্টিতে দেশের এই শক্তিশালী অবস্থানের পিছনে কৃষি খাত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নকে আরো এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর মেহেরপুর বাংলাদেশের রোল মডেল। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে মেহেরপুর উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এই অঞ্চলের অবস্থানকে আরো দৃঢ় করতে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বাসস/তবি/এমএআর/২৩০৫/এবিএইচ