হুজির অপারেশন শাখার প্রধানসহ তিন সদস্য রিমান্ডে

244

ঢাকা, ৫ মার্চ, ২০২১ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) অপারেশন শাখার প্রধানসহ তিন সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় যাত্রাবাড়ী থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হচ্ছে-নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) অপারেশন শাখার প্রধান মো. মাইনুল ইসলাম ওরফে মাহিন ওরফে মিঠু ওরফে হাসান, সংগঠনের শেখ সোহান স্বাদ ওরফে বারা আব্দুল্লাহ ও মুরাদ হোসেন কবির।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি চাপাতি, দুটি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, একটি স্কচটেপ, পাঁচ লিটার এসিড, তিনটি আইডি কার্ড, একটি জিহাদি বই ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।