বাসস দেশ-৬২ : ভারত থেকে ৩৬ টন সজনে আমদানি

198

বাসস দেশ-৬২
সজনে-আমদানি
ভারত থেকে ৩৬ টন সজনে আমদানি
দিনাজপুর, ৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলার হিলি স্থলবন্দরে গত ৫ দিনে ভারত থেকে আমদানীকৃত তরকারী সজনে এসেছে ৩৬ টন। দেশের বাজারে দাম বেশি হওয়ায় ভারত থেকে কম দামে সজনে আমদানী উদ্যোগ নেয়া হয়েছে।
হিলি স্থলবন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ আজ জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ এই ৫ দিনে ভারত থেকে ১৩টি গাড়িতে সজনে এসেছে ৩৬ টন।
জানা গেছে, আমদানিকারক মেসার্স খান ট্রেডার্স এই এলসি করেছেন। জানা যায়, বন্দরের শুল্ক দিয়ে প্রতি কেজি সজনের দাম পড়ছে ১৫ টাকা। এখন মৌসুম না থাকায় ঢাকাসহ দেশের অন্যান্য বাজারে সজনের দর কেজি প্রতি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন সজনে উঠলে এই দাম আর থাকবে না।
সোহরাব হোসেন জানান, তরকারী সজনে কাচামাল হওয়ায় দ্রুত সময়ের মধ্যে যেন আমদানীকারক বাজারে সরবরাহ করতে পারেন সে জন্য দ্রুততার সাথে তা ছাড় করা হচ্ছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪৫/কেজিএ