বাসস ক্রীড়া-১১ : সমতা লক্ষ্য অস্ট্রেলিয়ার, সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড

96

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টি-টুয়েন্টি
সমতা লক্ষ্য অস্ট্রেলিয়ার, সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড
ওয়েলিংটন, ৪ মার্চ, ২০২১ (বাসস) : প্রথম দুই টি-টুয়েন্টি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। তবে তৃতীয়টি জিতে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখে অস্ট্রেলিয়া। তাই জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে সমতা আনতে চায় অসিরা। আর জয়ের ধারায় ফিরে চতুর্থ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল ওয়েলিংটনে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি।
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৫৩ রানের জয় পেয়েছিলো নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকে নিউজিল্যান্ডের। ৪ রানে ম্যাচ জিতে সিরিজে ডাবল লিড নেয় কেন উইলিয়ামসনের দল।
২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলো নিউজিল্যান্ড। অপরদিকে, সিরিজে টিকে থাকার মিশন ছিলো অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্যে সফল হয় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া হাফ-সেঞ্চুরি ও স্পিনার অ্যাস্টন আগারের স্পিন জাদুতে জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।
ফিঞ্চের ৪৪ বলে ৬৯, ম্যাক্সওয়েলের ঝড়ো ৩১ বলে ৭০ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান করে অস্ট্রেলিয়া। ২০৯ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে অসি স্পিনার আগারের ঘুর্ণিতে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ফলে ১৪৪ রানে গুটিয়ে যায় তারা। ৪ ওভারে ৩০ রানে ৬ উইকেট নেন আগার। ৬৪ রানে ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।
জয়ের দেখা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। এবার সিরিজে সমতা আনতে চায় তারা। দলের ওপেনার ম্যাথু ওয়েড বলেন, ‘এমন একটি জয়ের প্রয়োজন ছিলো আমাদের। দলের সকলে এখন আত্মবিশ্বাসী। সিরিজে সমতা আনতে আমরা মুখিয়ে আছি। এখন এটিই আমাদের প্রধান লক্ষ্য।’
জয়ের ধারায় ছেদ পড়লেও, চতুর্থ ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে চায় নিউজিল্যান্ড। মিডল-অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে বলেন, ‘টানা দুই ম্যাচ জয়ের পর আমরা খেই হারিয়েছি। তবে আমাদের আত্মবিশ্বাসে কোন ছেদ পড়েনি। আবারো জয়ের ধারায় ফিরে সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে চাই।’
এখন পর্যন্ত চারবার দ্বিপাক্ষীক টি-টুয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিনটিতেই জিতেছে অসিরা। একটি সিরিজ ড্র হয়। অসিদের বিপক্ষে কোন সিরিজই জিততে পারেনি নিউজিল্যান্ড।
বাসস/এএমটি/১৯০৫/স্বব