বাসস দেশ-৩২ : টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শ্রদ্ধা

90

বাসস দেশ-৩২
বঙ্গবন্ধু-সমাধি-শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জ, ৪ মার্চ ২০২১ (বাসস) : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ এবং পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য রাজু আহমেদ, সলিম উল্লাহ সেলিম, শাহনাজ পারভীন এলিচ, সুরাইয়া অনুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৩০/কেজিএ