বাসস দেশ-৪২ : দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আসবে : ডিএসসিসি মেয়র

224

বাসস দেশ-৪২
কিউলেক্স-মশা
দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আসবে : ডিএসসিসি মেয়র
ঢাকা, ৩ মার্চ, ২০২১ (বাসস) : আগামী দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ পান্থপথের পান্থকুঞ্জ বক্স কালভার্ট ও পান্থকুঞ্জ সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন শেষে মেয়র এই সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ঢাকাবাসীকে একটু ধৈর্য ধারণ করতে অনুরোধ করছি। আমরা কৌশল পরিবর্তন করেছি। এখন যে কার্যক্রম নিচ্ছি, সকালের কার্যক্রম ৪ ঘণ্টায় চলছে, বিকেলের কার্যক্রম আরও বৃদ্ধি করেছি। সুতরাং আমরা আশাবাদী, আগামী দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে ডেঙ্গুর জন্য কৌশল পরিবর্তন করে আবার এপ্রিল থেকে কার্যক্রম আরম্ভ করব।’
তিনি বলেন, গত জানুয়ারি থেকে ঢাকার খালগুলো থেকে যে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কারকরণ কার্যক্রম শুরু করা হয়েছে, সেই কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার খাল হতে বর্জ্য-পলি অপসারণ করা হয়েছে। এই সময়ে আমরা প্রায় ২ লাখ মেট্রিক টন বর্জ্য-পলি অপসারণ করা হয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/২০৪০/-আরজি