বাসস দেশ-২৯ : ডমেস্টিক ভায়োল্যন্স (প্রিভেনসনস এন্ড প্রটেকশন) এক্ট যুগোপযোগি করে উপস্থাপনের সুপারিশ

90

বাসস দেশ-২৯
এসপিসিপিডি- সুপারিশ
ডমেস্টিক ভায়োল্যন্স (প্রিভেনসনস এন্ড প্রটেকশন) এক্ট যুগোপযোগি করে উপস্থাপনের সুপারিশ
ঢাকা, ৩ মার্চ ২০২১ (বাসস) : ইউএনএফপিএ এর কারিগরি সহায়তায় জাতীয় সংসদ থেকে বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাল্য বিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব- কমিটির সভায় ডমেস্টিক ভায়োল্যন্স (প্রিভেনসনস এন্ড প্রটেকশন ) এক্ট যুগোপযোগি করে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
সাব-কমিটির আহবায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কমিটিকে পরামর্শ দেয়া হয়েছে।
সভায় সাবকমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি, শিরীন আখতার এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, আরমা দত্ত এমপি এবং আদিবা আনজুম মিতা এমপি অংশগ্রহণ করেন।
সভার শুরুতে মার্চ মাসকে স্বাধীনতা ও গৌরবের মাস উল্লেখ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সভায় এসপিসিপিডি প্রকল্প এবং বিএপিডির আওতায় গঠিত ৩ টি সাব-কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, জাকিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৪০/-কেকে