কুমিল্লায় অবৈধ ভবন উচ্ছেদ

206

কুমিল্লা (দক্ষিণ), ৩ মার্চ, ২০২১, (বাসস) : কুমিল্লার আদর্শ সদর উপজেলার গুণানন্দি গ্রামের একটি সরকারী রাস্তা দখল করে নির্মিত ৩ তলা ভবন আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট উচ্ছেদ করেন।
স্থানীয়ভাবে জানা গেছে, জনসাধারণের চলাচলের জন্য গুণানন্দি গ্রামের শত বছরে পুরোনো সরকারী রাস্তা বন্ধ করে ৩ তলা ভবন নিমার্ণ করেন ওই গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন। রাস্তা দখল করে ভবন নির্মাণের ফলে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি মামলায় গড়ালে আদালত সরকারী রাস্তা উদ্ধারের নির্দেশ দেন। এর ফলে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বাসসকে জানান, বাড়িটি সরকারী রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে। একাধিক নোটিশ প্রদান করা হলেও বাড়ির মালিক কর্নপাত করেনি। তাই প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।