বাসস ক্রীড়া-৭ : কোপো আমেরিকায় কলম্বিয়া ৩০ শতাংশ দর্শকের অনুমতি দিচ্ছে

99

বাসস ক্রীড়া-৭
ফুটবল-কোপা আমেরিকা
কোপো আমেরিকায় কলম্বিয়া ৩০ শতাংশ দর্শকের অনুমতি দিচ্ছে
বোগোটা, ৩ মার্চ ২০২১ (বাসস) : ২০২১ কোপা আমেরিকায় কলম্বিয়া তাদের দর্শকদের জন্য স্টেডিয়ামে দরজা উন্মুক্ত করতে যাচ্ছে। আর্জেন্টিনার সাথে যৌথভাবে আয়োজিত এবারের আসরে কলম্বিয়া সর্বোচ্চ ৩০ শতাংশ দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিবে।
দেশটির ক্রীড়ামন্ত্রী আর্নেস্টো লুসেনা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘দর্শকবিহীন কোপা আমেরিকার কোন অর্থ নেই। আমরা এ ব্যপারে ইতোমধ্যেই প্রয়োজনীয় কাজ শুরু করেছি।’
কলম্বিয়ার টিকাদানের ভবিষ্যতের উপর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
গত বছর করোনা মহামারীর কারনে কোপা আমেরিকার আসর বাতিল করা হয়েছিল। নতুন তারিখ অনুযায়ী আগামী ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রথমবারের মত দুটি দেশে যৌথভাবে কোপা আমেরিকা আয়োজিত হচ্ছে।
গত বছরের মার্চ থেকে কলম্বিয়ার সব স্টেডিয়াম মহামারীর কারনে বন্ধ রয়েছে।
বাসস/নীহা/১২৪৩/স্বব