বাসস দেশ-২৬ : হবিগঞ্জে ইট পরিমাপে কম ও অবৈধ বালু উত্তোলনের দায়ে একলাখ ৯০ হাজার টাকা জরিমানা

91

বাসস দেশ-২৬
ইটভাটা- জরিমানা
হবিগঞ্জে ইট পরিমাপে কম ও অবৈধ বালু উত্তোলনের দায়ে একলাখ ৯০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ, ২ মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ বাহুবল ও সদর উপজেলায় ইটের পরিমাপে কম থাকায় ৩ টি ইটভাটাকে একলাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চুনারুঘাট উপজেলায় একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল পৃথক অভিযানে এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ইটের পরিমাপে কম থাকায় বাহুবল উপজেলার নিউ সুজাত ব্রিকসকে ৪০ হাজার টাকা, নিউমেট্রো ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং সদর উপজেলার ‘এন আর বি’ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও র‌্যাব-এর একটি টিম।
চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত কালিশিরি এলাকায় ইজারা বর্হিভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. কামাল মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/এমকে