বাসস ক্রীড়া-৯ : টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা

98

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টি-টুয়েন্টি
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা
এন্টিগা, ২ মার্চ ২০২১ (বাসস) : আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। দু’দলেরই লক্ষ্য আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির প্রথম সিরিজে জয় তুলে নেয়া। আগামী ৪ মার্চ (বুধবার ভোর রাত) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
টি-টুয়েন্টি বিশ্বকাপের দল সাজাতে এই সিরিজ দিয়েই পরীক্ষা-নিরিক্ষা শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। তাই শক্তিশালী দল সাজিয়েছে দু’দল। তৃতীয়বারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই দেশে ফিরেন টি-টুয়েন্টি ক্রিকেটে ইউনিভার্স বস ক্রিস গেইল। দীর্ঘ ৯ বছর পর ফিরেছেন পেসার ফিদেল এডওয়াডর্স।
গেইল-এডওয়াডর্সকে দলে পেয়ে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ দল। এ দুই তারকাকে নিয়ে নিজেদের পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। এই সিরিজ দিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপের দল সাজানোই মূল লক্ষ্য তার।
সিমন্স বলেন, ‘এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছি আমরা। বিশ্বকাপের আগে এখনো হাতে অনেক সময়। শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এই সিরিজের পরও আমাদের সামনে আরও কিছু সিরিজ রয়েছে। সেগুলোও কাজে দিবে।’
শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে সিমন্স বলেন, ‘শ্রীলংকা শক্তিশালী দল। এই ফরম্যাটে তাদের ভালো রেকর্ড রয়েছে। তবে নিজেদের কন্ডিশনে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি আমরা। আমাদের দলে বেশক’জন টি-টুয়েন্টি বিশেষজ্ঞ খেলোয়াড় রয়েছে। গেইল-পোলার্ড-সিমন্সের মত খেলোয়াড়রা একাই ম্যাচ ঘুড়িয়ে দিতে পারে।’
দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলংকা। তবে সফর সিরিজে নিয়মিত টি-টুয়েন্টি অধিনায়ক দাসুন শানাকে পাচ্ছে না লংকানরা। ভিসা জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি তিনি। তাই আবারো শ্রীলংকা দলের নেতৃত্বে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩৪টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে ম্যাথুজের।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে আসা শ্রীলংকাও। দল সাজাতে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুত করতে চায় লংকানরা। ম্যাথুজ বলেন, ‘সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু নতুনভাবে শুরু করছি। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা এই সিরিজ দিয়ে শুরু করার পরিকল্পনা আমাদের। সিরিজ জয়ের ব্যাপারে দলের সকলে পারফরমেন্স করতে চায়। ব্যাটসম্যান-বোলাররা পারফরমেন্স করতে পারলেই সিরিজ জয় সম্ভব।’
এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। লংকানদের জয় ৬টি, ৫টি জয় ওয়েস্ট ইন্ডিজের।
শ্রীলংকা দল : দিমুথ করুনারতেœ (ওয়ানডে অধিনায়ক), দাসুন শানাকা (টি-টুয়েন্টি অধিনায়ক), দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুস্কা গুনাতিলকা, নিরোশান ডিকবেলা, পাথুম নিশাঙ্কা, ওয়াহিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, কামিন্দু মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, লক্ষন সান্দাকান, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, আশিন বান্দারা, ওশাদা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা, আকিল ধনঞ্জয়া ও রামেশ মেন্ডিস।
ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রোভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।
বাসস/এএমটি/১৬০৫/স্বব