বাসস ক্রীড়া-৮ : সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার

102

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-টি-টুয়েন্টি
সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার
ওয়েলিংটন, ২ মার্চ ২০২১ (বাসস) : প্রথম দুই টি-টুয়েন্টি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। তাই তৃতীয় টি-টুয়েন্টি জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে কিউইদের। সিরিজ জয়ের কাজটি আগামীকাল তৃতীয় ম্যাচেই সাড়তে চায় নিউজিল্যান্ড। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষীক সিরিজ জয়ের স্বাদ নিবে কিউইরা। অন্য দিকে সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প পথ নেই অস্ট্রেলিয়ার। আগামীকাল ওয়েলিংটনে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি।
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৫৩ রানের জয়ে সিরিজ শুরু করেছিলো নিউজিল্যান্ড। ৫ উইকেটে ১৮৪ রান করেছিলো তারা। জবাবে ১৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকে নিউজিল্যান্ডের। ৪ রানে ম্যাচ জিতে নেয় কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ২২০ রানের বিশাল টার্গেটে বিপদেই পড়েছিলো অস্ট্রেলিয়া। ১১৩ রানে ৬ উইকেট হারায় তারা।
তবে মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল সামসের ব্যাটিং নৈপুন্যে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত ভাগ্য অসিদের পক্ষে সায় দেয়নি। ৮ উইকেটে ২১৫ রান তুলে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। স্টয়নিস ৩৭ বলে ৭৮ ও সামস ১৫ বলে ৪১ রান করেন। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ৯৭ রান করে দলের জয়ে অবদান রাখেন।
সিরিজে ডাবল লিড নিয়ে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে মুখিয়ে আছে কিউইরা। এমনটাই বললেন স্বাগতিক অধিনায়ক উইলিয়ামসন, ‘প্রথম দুই ম্যাচে আমরা দারুন পারফরমেন্স করেছি। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই সিরিজ জয় সম্ভব হয়নি। এবার প্রথমবারের মত সিরিজ জিততে চাই আমরা। এজন্য তৃতীয় ম্যাচেও জয়ের ধারাটা অব্যাহত রাখতে হবে।’
ব্যাটসম্যান-বোলাররা জ্বলে উঠতে না পারায় প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচ দিয়েই ঘুড়ে দাঁড়াতে চায় অসিরা। ভারপ্রাপ্ত কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ভাল করতে পারছে না। এটিই দুই ম্যাচ হারের প্রধান কারন। এজন্য একাদশে কিছু পরিবর্তন আনতে হবে। ব্যাটিং-বোলিংএ ভালো করতে পারলে জয় পেতে সমস্যা হবে না। তবে সিরিজে ঘুড়ে দাঁড়াতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া আর কোন উপায় নেই।’
এখন পর্যন্ত চারবার দ্বিপাক্ষীক টি-টুয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিনটিতেই জিতেছে অসিরা। একটি সিরিজ ড্র হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এ পর্যন্ত ৯ বারের মোকাবেলায় ৩বার জিতেছে নিউজিল্যান্ড। ৬ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।
বাসস/এএমটি/১৬০৪/স্বব