প্যারা ব্যাডমিন্টন অনুষ্ঠিত

2582

ঢাকা, ১ মার্চ, ২০২১ (বাসস) : ইভ্যালি ও ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের (ডব্লিউ বিএফ) পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২১’। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উপলক্ষে আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ জন পুরুষ ও ১২ জন মহিলাসহ মোট ৪২জন শাটলার অংশ গ্রহণ করেন।
ফেডারেশনের সভাপতি ডক্টর আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে দশটায় প্রতিযোগিতার উদ্বোধণ করেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোঃ আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক পরিচালক কামরুন্নেছা আশরাফ দীনা।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শাহিদ উল্যা, ডিএস ফয়সাল হায়দার, সাধারন সম্পাদকমোঃ কবিরুল ইসলাম শিকদার প্রমুখ।