বাসস দেশ-৪৫ : হবিগঞ্জে ৩৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৫৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

231

বাসস দেশ-৪৫
ইটভাটা- জরিমানা
হবিগঞ্জে ৩৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৫৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
সিলেট, ১ মার্চ ২০২১ (বাসস) : পরিবেশ আইন অমান্য, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জের সদর ও বাহুবল উপজেলায় আজ ইটভাটাসহ ৩৭টি প্রতিষ্ঠানকে ৫৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সিলেটে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট দল। এসময় পরিবেশ আইন অমান্যকারীদের নোটিশ প্রদান করে ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়।
তিনি জানান, রোববার এসব অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ৩৫ টি ইটভাটা প্রতিষ্ঠান, একটি কেমিক্যাল কোম্পানী ও একজন আবাসিক এলাকার মালিক নিজেদের দোষ স্বীকার করেন। পরে ৩৪টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে দেড়লাখ টাকা, একটি ইটভাটা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় চারলাখ টাকা এবং দ’ুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২৬/এমকে