বাসস দেশ-৪০ : নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

218

বাসস দেশ-৪০
পুলিশ- মেমোরিয়াল ডে
নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত
ঢাকা, ১ মার্চ ২০২১ (বাসস): নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আজ জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা, পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার, নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান হয়।
নড়াইল পুলিশ লাইনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানজিলা সিদ্দিকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনসহ জেলা পুলিশ কর্মকর্তাবৃন্দ।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় নিহত ৩২ জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ।
বাসস-এর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, জেলায় আজ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে সোমবার সকাল ১০টায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ প্রমুখ।
এসময় কর্তব্যরত অবস্থায় নিহত ১২ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫৮/এমকে