বাসস দেশ-৩৭ : দেশে এ পর্যন্ত ৩২,২৬,৮২৫ জন মানুষ করোনা টিকা নিয়েছেন

136

বাসস দেশ-৩৭
টিকা-আপডেট
দেশে এ পর্যন্ত ৩২,২৬,৮২৫ জন মানুষ করোনা টিকা নিয়েছেন
ঢাকা, ১ মার্চ, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন মানুষ করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এদের মধ্যে ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন পুরুষ এবং ১১ লাখ ৪৫ হাজার ৯ জন নারী রয়েছেন।
এদিকে আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৬ হাজার ৩০০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন এবং নারী ৪৬ হাজার ৬৬৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৯ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৬৯ হাজার ৫৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩৯ হাজার ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৪ হাজার ৫৯৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৫৫ হাজার ৩৮১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৯৩ হাজার ৪২৬ জন, খুলনা বিভাগে ৪ লাখ ৯০৬ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৫১ হাজার ৯৩১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৯৭ হাজার ৬৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/১৯২৯/এবিএইচ