বাসস দেশ-১৭ : স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

108

বাসস দেশ-১৭
চেয়ারম্যান-কারাগার
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
চট্টগ্রাম, ০১ মার্চ ২০২১ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল খুনের মামলায় প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের ১১ জুন রাতে এলাকায় নানুপুর বাজারে মাজার গেইটের সামনে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল। এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে।
বাসস/জিই/কেএস/১৬২৫/-শআ