বাসস ক্রীড়া-২ : ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে হার্ভি বার্নেস

113

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইনজুরি
ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে হার্ভি বার্নেস
লন্ডন, ১ মার্চ ২০২১ (বাসস) : হাঁটুর অস্ত্রোপচারের কারনে আগামী ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিস্টার উইঙ্গার হার্ভি বার্নেস। ২৩ বছর বয়সী এই উইঙ্গারের ইনজুরিতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে লিস্টার।
এবারের মৌসুমে এ পর্যন্ত ১৩ গোল করার পুরস্কার হিসেবে আগামী মাসে ইংল্যান্ডের তিনটি বিশ^কাপ বাছাইপর্বে ম্যাচে জাতীয় দলে ডাক পাবার দ্বারপ্রান্তে ছিলেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার। তার অবদানেই প্রিমিয়ার লিগে ফক্সেসরা ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পরে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। রোববার আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে বার্নেসের ইনজুরি ব্রেন্ডন রজার্সকে দু:শ্চিন্তায় ফেলেছে।
লিস্টার বস রজার্স বলেছেন, ‘প্রাথমিক ভাবেই মনে হয়েছিল ইনজুরিটা গুরুতর এবং তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনিই ইঙ্গিত দিয়েছেন অন্তত ছয় সপ্তাহ বার্নেসকে বিশ্রামে থাকতে হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটি হতাশার।’
গত মৌসুমে একেবারে শেষ দিনে এসে টেবিলের চতুর্থ স্থানটি হারাতে হয়েছিল লিস্টারকে। ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় এবারও সেই একই আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতোমধ্যেই ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন জেমস ম্যাডিসন, ডেনস প্রায়েট, আয়োজে পেরেজ, ওয়েসলি ফোফানা, ওয়েস মরগান ও জেমস জাস্টিন।
বাসস/নীহা/১৪৪৫/স্বব