বাসস দেশ-১০ : পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

164

বাসস দেশ-১০
পুলিশ মেমোরিয়াল ডে-
পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
পিরোজপুর, ১ মার্চ, ২০২১(বাসস) : জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিহত পিরোজপুর জেলার ১৪ জন বিভিন্ন র‌্যাংকের পুলিশের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো এবং উপহার প্রদান করা হয়।
এ উপলক্ষে পিরোজপুর পুলিশ লাইন মিলনায়তনে বেলা ১১টায় পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সৈয়দ আলী আজম, সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নাজিমুল হক, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় নিহত পুলিশ বাহিনীর পরিবারের সদস্য ,বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ,গণমাধ্যমের কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সাথে সাথে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর সদস্যরা হানাদার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অসমান্য অবদান রয়েছে। পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১০ বছরে একটি আধুনিক পুলিশ বাহিনী গঠনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং ৮২ হাজার জনকে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিয়ে জনবল বৃদ্ধি করেছেন। ২১টি নতুন ইউনিট গঠন করা হয়েছে, ৩৩টি নতুন থানা, ৮১টি তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠা করে পুলিশের কর্মকান্ড বেগবান করা হয়েছে। এখন ঘরে বসে অনলাইনে থানায় জিডি করা যায়, ৯৯৯ নম্বরে ফোন করে তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যায়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৩০/নূসী