বাসস দেশ-৪৮ : চসিকের আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগের সালাম কাউন্সিলর নির্বাচিত

182

বাসস দেশ-৪৮
চট্টগ্রাম-আলকরণ ভোট
চসিকের আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগের সালাম কাউন্সিলর নির্বাচিত
চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন কোনরকম সংঘাত-সহিংসতা ছাড়াই শেষ হয়েছে। নির্বাচনে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুস সালাম (প্রতীক লাটিম) তিন হাজার ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচন শেষ হয়েছে। সাতটি কেন্দ্রের কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। লাটিম প্রতীকের প্রার্থী আবদুস সালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।’
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া) ৭৭০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। অন্য দুই প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত মোহাম্মদ দিদারুর রহমান (রেডিও) পেয়েছেন ৩৫৮ ভোট ও মো. হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি) পেয়েছেন ২৫ ভোট। সাতটি কেন্দ্রের ৪২ টি বুথে ১৫ হাজার ১৯০ জন ভোটারের মধ্যে সর্বমোট চার হাজার ৫০৩টি ভোট পড়েছে। ভোট গ্রহণের হার ২৯ দশমিক ৬৪ শতাংশ।
কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কয়েকদিন আগে ৩১ নং আলকরণ ওয়ার্ডের শুধুমাত্র কাউন্সিলর নির্বাচন স্থগিত হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ হলো।
বাসস/জিই/কেএস/২১০০/কেকে