বাসস ক্রীড়া-৫ : উইকেট নিয়ে মাঠকর্মীদের মতো কথা বলেছে কোহলি : স্ট্রস

136

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-স্ট্রস
উইকেট নিয়ে মাঠকর্মীদের মতো কথা বলেছে কোহলি : স্ট্রস
লন্ডন, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : মাত্র ১২ ঘন্টায় আহমেদাবাদ টেস্ট শেষ হবার পর চারদিকে যখন বির্তক শুরু হয়, ঠিক তখন এমন উইকেটের পক্ষে সাফাই গান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
দ্বিতীয় দিনের শেষ সেশনে ম্যাচ শেষ হবার পর কোহলি বলেছিলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে। আমার মনে হয়েছে বল খুব ভালোভাবে ব্যাটে আসছিলো। মাঝেমধ্যে দুই-একটা বল টার্ন করেছে। তবে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। বোলাররা ভালো করেছে, তাই দ্রুতই ম্যাচ শেষ হয়েছে। ২১টা উইকেট পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল।’
কোহলির এমন বক্তব্যে ক্ষেপে যান ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়রা। কোহলিকে এক হাত নিলেন ইংলিশদের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস। তার মতে উইকেট নিয়ে যখন ক্রিকেট পাড়ায় বির্তক, তখন ওমন বক্তব্য কোহলির উচিত হয়নি।
স্ট্রস বলেন, ‘উইকেট নিয়ে কোহলির মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন মাঠকর্মীদের মতো কথা বলছেন।’
উইকেট কতটা খারাপ ছিল তা বোঝাতে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটের উদাহরণ টেনে আনেন স্ট্রস। তিনি বলেন, ‘জো রুটের ব্যাটিংএর দিকে দেখুন। আমরা সবাই জানি, সে স্পিন কতটা ভাল খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে সে পুরোই ব্যর্থ। মাত্র ১৯ রান করলো। এরপর দু’দলই প্রথম ইনিংসে খুবই অল্প রানে অলআউট হয়েছে। এক ইনিংসে এক দল খারাপ খেলতে পারে, তবে দু’দলের একত্রে খারাপ করা বুঝিয়ে দিচ্ছে, উইকেট কেমন ছিলো।’
তৃতীয় টেস্টের ইতিহাস ভুলে শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে উঠার প্রয়োজন বলে জানান স্ট্রস। তিনি বলেন, ‘সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলো ইংল্যান্ড। তেমন কিছু করতে পারলে, শেষ টেস্টে ইংল্যান্ডের পক্ষেই ফল আসবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার আশা শেষ ইংল্যান্ডের, তবে সিরিজ হার এড়ানোর ভালো সুযোগ থাকছে। সেই সুযোগই কাজে লাগাতে হবে।’
বাসস/এএমটি/১৬৪৫/স্বব