বাসস প্রধানমন্ত্রী-৩ : এশিয়ান গেমস ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

644

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-অভিনন্দন
এশিয়ান গেমস ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১৯ আগস্ট, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ জাকার্তার প্যাট্রিয়ট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বিশ্বকাপ-২০২২-এর স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্বে রানার্স-আপ হয়েছে। আগামী ২৪ আগস্ট ১৬ ম্যাচের রাউন্ডে বাংলাদেশ ইরান অথবা সৌদি আরবের মুখোমুখি হবে।
বাসস/এসএইচ/অনু-শহক/২১৩৫/বেউ/-আসচৌ