বাসস বিদেশ-৬ : বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে ইসরাইলের প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর আহ্বান

112

বাসস বিদেশ-৬
ইসরাইল-জাতিসংঘ-ফিলিস্তিন-সংঘাত
বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে ইসরাইলের প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর আহ্বান
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য দেশগুলো জর্ডান ভ্যালিতে বেদ্্্ইুন বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে এবং হুমসা আল-বাকাইয়া সম্প্রদায়ের মানুষদেরকে মানবিক সাহায্যের সুযোগ দেয়ার জন্য শুক্রবার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মধ্যপ্রাচ্যে সংঘাত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক অধিবেশন শেষে এক যৌথ বিবৃতিতে এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও ব্রিটেন জানায়, সেখানে ফের ইসরাইলের সাম্প্রতিক বসতবাড়ি গুড়িয়ে দেয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বেদুইন সম্প্রদায়ে বসবাস করা ৭০ জনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে।
এতে বলা হয়, ‘আমরা বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে ইসরাইলের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি। আমরা হুমসা আল-বাকাইয়া সম্প্রদায়ের মানবিক সাহায্য দেয়ার সুযোগ দিতেও ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
হুমসা আল-বাকাইয়া জর্ডান ভ্যালিতে অবস্থিত।
বাসস/এমএজেড/১৪৩৮/এমএবি