বাসস দেশ-২৬ : পিলখানা হত্যাকান্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে দোয়া অনুষ্ঠিত

256

বাসস দেশ-২৬
পিলখানা-শহীদ-দোয়া
পিলখানা হত্যাকান্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে দোয়া অনুষ্ঠিত
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : পিলখানা হত্যাকান্ডে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনায় আজ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনায় আজ বাদ জুমা পিলখানাস্থ বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএমবি/২১৫৫/-এমএন