বাসস ক্রীড়া-১০ : আহমেদাবাদের উইকেট নয়, ব্যাটসম্যানদের সমালোচনায় গাভাস্কার-ভন-সোয়ানরা

146

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-গাভাস্কার-সোয়ান
আহমেদাবাদের উইকেট নয়, ব্যাটসম্যানদের সমালোচনায় গাভাস্কার-ভন-সোয়ানরা
আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ৮৪২ বল লড়াইয়ের পর আহমেদাবাদ টেস্টের ফল দেখতে পেরেছে ক্রিকেট বিশ্ব। দিবা-রাত্রির টেস্টের এমন ফল কল্পনাও করেনি সাবেক খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমিরা।
তাই আহমেদেবাদের উইকেট নিয়ে সমালোচনা করলেন না ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও সাবেক অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন তারা
ম্যাচে পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ভারতের তিন স্পিনার বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, অশ্বিন ৭টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও আর্চার ১টি উইকেট নেন।
দলের প্রধান বোলার হয়ে মাঠে নেমেও ফিল্ডার হিসেবে খ্যাতি পান ভারতের জসপ্রিত বুমরাহ-ইশান্ত শর্মা এবং ইংল্যান্ডের জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার।
গাভাস্কার বলেন, ‘এমন স্পিন বান্ধব উইকেট হলে, পেসারদের ফিল্ডার হিসেবেই থাকতে হবে। তবে ব্যাটসম্যানদেরও ভুল ছিলো। বলের কাছে পৌঁছাতেও পারছিলো না ব্যাটসম্যানরা। যদি পা বাড়িয়ে খেলতে পারতো, তবে বল প্যাডে লাগলেও এলবিডব্লু হবার সম্ভাবনা কম থাকতো। কিন্তুব্যাটসম্যানরা সেটা করেনি।’
সোয়ান বলছেন, ‘স্পিনের বিপক্ষে দক্ষতা দেখাতে পারেনি ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ফুটওয়ার্কে অনেক বেশি ভুল ছিলো। সামনের পায়ে খেললে স্পিন নির্বিষ করতে পারতো। চতুর্থ ইনিংসে রোহিত-গিলের ছোট জুটি বড় উদাহরন।’
টুইটারে ভন টুইট করে লিখেছেন, ‘আকর্ষণীয় ক্রিকেট। কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য এটি আদর্শ উইকেট নেয়। তবে ব্যাটসম্যানদের অনেক ভুলে, ম্যাচ দ্রুত শেষ হয়েছে।’
তবে পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংহ। টুইটারে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘দু’দিনে খেলা শেষ হয়ে গেল! জানি না, এটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন কি-না। এই ধরনের উইকেটে যদি অনিল কুম্বলে আর হরভজন সিংহ বল করতো, তাহলে ক্যারিয়ারে তাদের উইকেট কত হতো? হয়তো কুম্বলের হাজার আর হরভজনের ৮০০! যাই হোক, অভিনন্দন অক্ষর, কী দারুন বোলিং। অভিনন্দন অশ্বিন।’
বাসস/এএমটি/১৮৩৫/স্বব