৮৫ বছরের মধ্যে স্বল্পস্থায়ী ম্যাচের উইকেটকে ভালো বলছেন কোহলি

251

আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দু’দিনে সর্বমোট ১২ ঘন্টা খেলার পরই নিষ্পত্তি হয়েছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার আহমেদাবাদের দিবা-রাত্রির টেস্টটি।
পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ম্যাচে ভারতের তিন স্পিনার বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, অশ্বিন ৭টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও আর্চার ১টি উইকেট নেন।
দুই ইনিংসে ইংল্যান্ডের রান ছিলো যথাক্রমে ১১২ ও ৮১। আর প্রথম ইনিংসে ১৪৫ রান করে ভারত। ৪৯ রানের জয়ের টার্গেট বিনা উইকেটে স্পর্শ করেছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটের জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গেল বিরাট কোহলির দল। জয়ের আনন্দে মাতোয়ারা ভারত দল। কিন্তু এ টেস্ট নিয়ে আলোচনা-সমালোচনা সর্বত্র। বিশেষভাবে উইকেট নিয়ে। কিন্তু এমন উইকেটকে ভালো বলছেন ভারতের অধিনায়ক কোহলি।
ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে। আমার মনে হয়েছে বল খুব ভালো ব্যাটে আসছে। মাঝেমধ্যে দুই-একটা বল টার্ন করেছে।’
কোহলি অবশ্য এমন কথা যুক্তি নিয়েই বলছেন। ম্যাচে যে ৩০ উইকেট পতন হয়েছে, তার ২১টিই সোজা অর্থাৎ টার্ন না হয়েই পতন হয়েছে। তাই খারাপ খেলার জন্য ব্যাটসম্যানদের দিকেই আঙ্গুল তুলছেন কোহলি।
তিনি বলেন, ‘দুই দলের ব্যাটসম্যানরাই খারাপ ব্যাটিং করেছে। দু’দলের বোলাররাও ভালো করেছে। তবে ইংল্যান্ডের চেয়ে আমাদের বোলাররা বেশি ভালো করেছে। উইকেট ভালো বুঝতে পেরেছে প্যাটেল-অশ্বিন। তাই জয়টা আমাদের পক্ষেই এসেছে।’
চতুর্থ ইনিংসের উদাহরন টেনে কোহলি আরও বলেন, ‘চতুর্থ ইনিংসে তো ইংল্যান্ডের বোলাররা রোহিত-গিলের উপর চাপ সৃষ্টি করতে পারেননি। কারন রোহিত-গিল ভালো খেলেছে। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েও, কিছুই করতে পারেননি রুট। তাই ব্যাটসম্যানরা ভালো খেলতে পারলে, ম্যাচের দৈর্ঘ্য আরও দীর্ঘস্থায়ী হতো।’
আহমেদাবাদে সর্বমোট ৮৪২ বল খেলা হয়েছে।সময় বিবেচনায় টেস্ট ইতিহাসে সবচেয়ে কম সময়ের টেস্টের দিক দিয়ে এটি সপ্তম স্থানে। ১৯৩৫ সালের পর এত কম সময়ে কোন টেস্ট হয়নি। বল বিবেচনায় সর্বশেষ ১৯৩৫ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচে ৬৭২ বল খেলা হয়েছিলো। আর ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৬৫৬ বল খেলা হয়েছিলো। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই সবচেয়ে কম সময় স্থায়ী ম্যাচ।