বাসস ক্রীড়া-৬ : করোনার কারণে স্থগিত হল তুরিনো-সাসুলো ম্যাচ

126

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইতালি-সিরি এ-করোনা
করোনার কারণে স্থগিত হল তুরিনো-সাসুলো ম্যাচ
মিলান, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস/এএফপি): করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়র সাসুলোর বিপক্ষে তুরিনোর পুর্ব নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছে। সিরি এ লিগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ তুরিনোর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল।
পরিবর্তিত সুচি অনুযায়ী আগামী ১৭ মার্চ বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের চাপের মুখে আইসোলেশনে পাঠানো হয়েছে দলটিকে। সেই সঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ক্লাবের অনুশীলন।
করোনার কারণে ল্যাৎসিওর বিপক্ষে তাদের মঙ্গলবারের সুচিও হুমকিতে পড়ে গেছে। ইতালীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তুরিনোর সাত খেলোয়াড় ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। কারো কারো ভাইরাসের সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া নতুন ভাইরাসের সঙ্গে মিল রয়েছে।
এর আগে গত অক্টোবরে করোনার কারণে স্থগিত হয়েছিল জেনোয়ার বিপক্ষে তুরিনোর আরেকটি ম্যাচ। উয়েফার নিয়ম অনুযায়ী গোল রক্ষকসহ অন্তত ১৩জন সুস্থ্য ফুটবলার নিয়ে একটি ক্লাব ম্যাচ খেলতে পারবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৬৩০/স্বব