বাসস ক্রীড়া-৫ : বায়ার্নের অনুশীলনে ফিরিছেন মুলার ও জিনাব্রে

124

বাসস ক্রীড়া-৫
ফুটবল-জার্মানি-বুন্দেসলিগা-বায়ার্ন- মুলার
বায়ার্নের অনুশীলনে ফিরিছেন মুলার ও জিনাব্রে
মিউনিখ (জার্মানি), ২৬ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পর তা থেকে কাটিয়ে উঠে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মত বায়ার্ন মিউনিখে অনুশীলন করেছেন থমাস মুলার। এই দিন অনুশিলনে নামেন উরুর ইনজুরি থেকে ফেরা সার্জি জিনাব্রে।
পক্ষকাল আগে কাতারে বায়ার্ন মিউনিখের ক্লাব বিশ^কাপ শিরোপা জয়ের ম্যাচে নামার সময় করোনা পজিটিভ হন ৩১ বছর বয়সি মুলার। এরপর থেকেই আইসোলেশনে চলে যান তিনি।
পরে ফিটনেস বিভাগের প্রধান চিকিৎসক ডা. হলগার ব্রইচের তত্বাবধানে ডাক্তারি পরীক্ষার পর বৃহস্পতিবার বায়ার্নের ট্রেনিং কমপ্লেক্সে একক অনুশীলনে নামেন মুলার।
এদিকে ২৫ বছর বয়সি জিনাব্রে মেক্সিকোর টাইগ্রেসের বিপক্ষে ক্লাব বিশ^কাপের ফাইনালে উরুর ইনজুরিতে পড়েন। সুস্থ হয়ে গতকাল দলের সঙ্গে অনুশীলনে নামেন তিনি। তবে ক্লাবের হয়ে কখন থেকে তারা মাঠে খেলবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আগামীকাল শনিবার বুন্দেসলিগার ম্যাচে কোলনকে আতিথেয়তা দিবে বায়ার্ন। ২ পয়েন্টের ব্যবধানে এখনো লিগ তালিকার শির্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সর্বশেষ রোমে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ১ম লেগে ল্যাৎসিওকে ৪-১ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বায়ার্ন।
বাসস/এএফপি/এমএইচসি/১৬১০/স্বব