মন্ট্রিলের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন থিয়েরি অঁরি

279

মন্ট্রিল, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস/এএফপি): কানাডীয় ক্লাব সিএফ মন্ট্রিলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ফরাসি কিংবদন্তী ফুটবলার থিয়েরি অঁরি। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।
এক টুইট বার্তায় আর্সেনাল ও ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার লিখেছেন,‘ কস্ট সহ্য করেই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি। ব্যক্তিগত ভাবে গত বছরটি আমার জন্য বেশ কঠিন ছিল। বিশ^ব্যাপী করোনা মহামারির কারণে আমি আমার সন্তানদের দেখতে যেতে পারিনি। চলমান নিষেধাজ্ঞার কারণে আমাদেরকে ফের কয়েকমাসের জন্য যুক্তরাস্ট্রে নির্বাসিত হতে হবে। ফলে বর্তমান পরিস্থিতিও আলাদা হচ্ছে না।
দীর্ঘদিন ধরে সন্তানদের সঙ্গে আমার এই আলাদা হয়ে থাকাটা বেশ পিড়াদায়ক। যে কারণে সিএফ মন্ট্রিল ছেড়ে লন্ডনে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছি।’
মন্ট্রিলের প্রধান নির্বাহী কেভিন গিলমোর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ২০১৯ সালের নভেম্বরে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া অঁরি আমাদের ‘বিষ্মিত’ করেছেন। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েই আমরা তাকে এখানে এনেছিলাম। তবে বর্তমান পরিস্থিতিতে এটি খুব বেশী বিষ্মিয়কর বলা যাবেনা।’