বাসস ক্রীড়া-৯ : অনুশীলন মাঠে হামলার দায়ে এক মার্শেই সমর্থকের ৩ মাসের কারাদন্ড ১১ জন নিষিদ্ধ

87

বাসস ক্রীড়া-৯
ফুটবল-মার্শেই-সমর্র্থক-কারাগার
অনুশীলন মাঠে হামলার দায়ে এক মার্শেই সমর্থকের ৩ মাসের কারাদন্ড ১১ জন নিষিদ্ধ
মার্শেই, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস/এএফপি): মার্শেইর অনুশীলন মাঠে আকষ্মিক হামলার দায়ে বুধবার এক সমর্থককে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আরো ১১জনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে অন্তত ৩ শতাধিক সমর্থক ফরাসি ওই ক্লাবটিতে আকস্মিকভাবে হামলা চালিয়ে ভাংচুর করেছিল।
ওই ঘটনার সময় আটক হয়ে তিন সপ্তাহের রিমান্ড কাটিয়ে বুধবার মুক্তি পাওয়া এক ব্যক্তি বলেন,‘ আমি দলটির পিছু নিয়ে গাধার মত আচরণ করেছি।’
দুর্বল পারফর্মেন্স ও নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ হয়ে গত মাসে কয়েকশ লোক মার্শেই’র অনুশীলন মাঠে হামলা করেছিল। এ সময় লিগ ওয়ানের ক্লাবটির বিভিন্ন স্থানে ভাংচুর করে তারা। ওই ঘটনায় আটক দুই ব্যক্তি খালাস পেয়েছে। ১১ জনের উপর আরোপ করা হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। আর চুরির অভিযোগে আটক দ্বাদশ ব্যক্তিকে তিন মাসের জন্য প্রেরন করা হয়েছে কারাগারে।
হামলাকারিদের প্রায় সবার বয়স ১৭ থেকে ৩৭ বছরের মধ্যে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮১০/স্বব