চট্টগ্রামে টিকা গ্রহীতা সোয়া দুই লাখের বেশি

535

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে সোয়া দুই লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। বুধবার পর্যন্ত জেলায় মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৭ হাজার ২৭৯ জনে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ সন্ধ্যায় বাসস’কে জানান, ১৪ উপজেলায় একযোগে টিকা কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। গত ১৮ দিনে উপজেলা পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ১৬২ জন ও নগরীতে ১ লাখ ১২ হাজার ১০৮ জন প্রথম ডোজ নেন। আজ উপজেলা পর্যায়ে ৮ হাজার ২০৭ জন এবং নগরীর ১১ কেন্দ্রে ৭ হাজার ৪৪৮ জন টিকা নিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, আজ পর্যন্ত বিভিন্ন উপজেলার ১ লাখ ৬৩ হাজার ৪৮৯ জন এবং নগরীর ১ লাখ ৯৩ হাজার ৬২৫ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। ইতিমধ্যে ৬৩ দশমিক ৬৪ শতাংশ নিবন্ধিত টিকা গ্রহণ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী বাসস’কে জানান, নগরীর ১১ টি কেন্দ্রে টিকদান কার্যক্রম চলছে। অনলআইনে নিবন্ধনের সময় অনুযায়ী পছন্দের কেন্দ্রে গিয়ে আগ্রহীরা তাদের টিকা নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত টিকাদান টিমের সাথে শৃঙ্খলা রক্ষার কাজে স্বেচ্ছাসেবক ও পুলিশ নিরলসভাবে কাজ করছে।
নগরী ও জেলার টিকা গ্রহণের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে।
টিকাদানের জন্য নগরীতে নির্ধারিত ১১ কেন্দ্র হচ্ছে : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল ও চসিক ছাপা মোতালেব মাতৃসদন হাসপাতাল। এদিকে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম চলছে।