বাসস দেশ-৪৫ : নীলফামারীর জলঢাকায় ৭২টি কৃষক সমিতি পেলো ধান মাড়াই মেশিন

105

বাসস দেশ-৪৫
ধান-মাড়াই-মেশিন
নীলফামারীর জলঢাকায় ৭২টি কৃষক সমিতি পেলো ধান মাড়াই মেশিন
নীলফামারী, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার জলঢাকা উপজেলায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭২টি কৃষক সমিতির মধ্যে একটি করে ধানমাড়াই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে। এসব সমিতির ব্যবস্থাপনায় ২ হাজার ১৬০ জন প্রান্তিক কৃষক ধানমাড়াই কাজে ওই মেশিন ব্যবহার করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক আজ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ধানমাড়াই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন- জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪৫/কেজিএ