বাসস দেশ-৪৩ : ধর্ষণের পর হত্যা : দুই আসামির মৃত্যুদন্ড আপিল বিভাগেও বহাল

104

বাসস দেশ-৪৩
আপিল-রায়
ধর্ষণের পর হত্যা : দুই আসামির মৃত্যুদন্ড আপিল বিভাগেও বহাল
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : ধর্যণের পর হত্যার অভিযোগে আনা মামলায় আসামী আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালুর মৃত্যুদন্ড বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে আজ এ কথা জানিয়েছেন।
মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আপিল বিভাগ আজ দুই আসামির ক্রিমিনাল আপিল খারিজ করে আসামি আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালুর মৃত্যুদন্ড বহাল রেখেছে। একই বিষয়ে একটি জেল পিটিশন নিষ্পত্তি করে আসামি সুজনকে খালাস দিয়েছে আদালত।
তিনি জানান, এই মামলায় আসামিদের বিরুদ্ধে ভিক্টিম ফিঙ্গে বেগম এবং কমেলা খাতুনকে ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ধর্ষণের পর জবাই করে হত্যার অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি বিচার শেষে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড প্রদান করেন। হাইকোর্টও এই সাজা বহাল রাখে।
বাসস/এএসজি/ডিএ/১৮৩৮/এএএ