বাসস ক্রীড়া-৮ : ‘অপরিচিত’ আটালান্টাকে নিয়ে চিন্তিত রিয়াল মাদ্রিদের কোচ জিদান

110

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ইউরো-চ্যাম্পিয়ন্স-রিয়াল-আটালান্টা
‘অপরিচিত’ আটালান্টাকে নিয়ে চিন্তিত রিয়াল মাদ্রিদের কোচ জিদান
বার্গামো (ইতালি), ২৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে আটালান্টার মোকাবেলা করার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দু:শ্চিন্তা হচ্ছে প্রথমবারের মত ক্লাবটির মুখোমুখি হতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। যে কারণে ইতালীয় ক্লাবের বিপক্ষে ‘ভিন্ন একটি ম্যাচ’ খেলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জিদান।
শেষ ষোলর ওই ম্যাচকে সামনে রেখে ফরাসি ওই কোচ বলেন,‘ আমাদের জন্য এটি হবে ভিন্ন একটি ম্যাচ। প্রতিপক্ষ দলটি সম্পর্কে আমাদের কোন ধারনা নেই। আটালান্টা যে ধরনের ম্যাচ খেলে থাকে সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। যাতে নিজেদের ফুটবলটা খেলতে পারি। গত বছর আটালান্টা নিজেদের দক্ষতার প্রমান দিয়েছে। তারা খুবই আক্রমনাত্মক দল। দারুন সব খেলোয়াড় নিয়ে একটি সুসংগঠিত দল গঠন করেছে।’
রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত যে ১৩টি ইউরোপীয় কাপের শিরোপা জয় করেছে। তন্মধ্যে তিনটি জয়ের সময় কোচের দায়িত্বে ছিলেন জিদান। তার তত্বাবধানে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা শিরোপা জয় করে স্প্যানিশ জায়ান্টরা।
তবে এবার তারা ইতালির উত্তরাঞ্চলে পৌঁছেছে ইনজুরির দীর্ঘ তালিকা নিয়ে। করিম বেনজেমা, সার্জিও রামোস ও দানি কারভাজালও ওই তালিকার অন্তর্ভুক্ত। জিদান বলেন,‘ এটি সত্যি যে বেশ কয়েকজন খেলোয়াড়কে আমরা পাচ্ছি না। কিন্তু যারা আছে তাদেরকে নিয়েই আমাদের লক্ষ্য পুরণ করতে হবে। এই ম্যাচের জন্য আমরা বেশ ভালভাবেই প্রস্তুত হয়েছি। আমাদের যে অভিজ্ঞতাটুকু এই মুহুর্তে আছে, তাতে অন্তত ফাইনালে পৌঁছাতে পারব বলে আশা করছি। রিয়াল মাদ্রিদ এমন একটি দল যারা মাঠে যায় জয় লাভের লক্ষ্য নিয়ে খেলে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৫০/স্বব