বাসস দেশ-২৪ : খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

108

বাসস দেশ-২৪
আইনমন্ত্রী-ইব্রাহিম-শোক
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে খোন্দকার ইব্রাহিম খালেদ এক অবিস্মরণীয় নাম। তিনি দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মরহুম ইব্রাহিম খালেদ নিজ কর্মগুণেই দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাসস/পিআর/ডিএ/১৫৫০/-কেকে