বাসস দেশ-২০ : চুড়িহাট্টায় অগ্নিকন্ডের মামলায় প্রতিবেদন ৫ এপ্রিল

117

বাসস দেশ-২০
চুড়িহাট্টা অগ্নিকান্ড-প্রতিবেদন
চুড়িহাট্টায় অগ্নিকন্ডের মামলায় প্রতিবেদন ৫ এপ্রিল
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ৭১ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।
আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবীর হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ বার সময় নিয়েছে পুলিশ।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দু’ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
আসামিরা তাদের চারতলা বাড়ির বিভিন্ন ফ্লোর দাহ্য পদার্থের গুদাম হিসেবে ভাড়া দেয়। দাহ্য পদার্থের কারণে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫২৫/-অমি