বাসস দেশ-৫ : নড়াইলে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

111

বাসস দেশ-৫
অগ্নিকান্ড
নড়াইলে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
নড়াইল, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : শহরের রূপগঞ্জ বাজার এলাকায় গতরাত ৯টায় একটি মুদি ও পাইকারী দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের রূপগঞ্জ এলাকার মুদি দোকান সোনালী এন্টারপ্রাইজ বন্ধ থাকা অবস্থায় আগুন ধরে যায়। পরে নড়াইল ফায়ার স্টেশন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকানের আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান ঘর মালিক সালমা রহমান কবিতা এবং দোকান মালিক মৌসুমী আক্তার জানান, আগুনে দোকানের মালামাল পুড়ে নষ্ট হয়েছে।এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
নড়াইল ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে। তদন্ত করে দোকানের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৩৫/নূসী