বাসস দেশ-১০ : শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিসে সচলতা ফিরতে শুরু করেছে

114

বাসস দেশ-১০
ফেরি সার্ভিস- মুন্সিগঞ্জ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিসে সচলতা ফিরতে শুরু করেছে
মুন্সীগঞ্জ, ১৯ আগস্ট, ২০১৮ (বাসস) : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিসে সচলতা ফিরতে শুরু করেছে। রোববার ৯ম দিনে এই রুটে ডাম্প, কে-টাইপ, মিডিয়াম ও ছোট মিলে ১৬টি ফেরি চলছে। তবে এখনও চলতে পারছে না ‘রো রো’ ফেরি।
বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘লৌহজং চ্যানেল এখনও নাব্যতা সংকট পুরোপুরি কাটেনি। এখনও ফেরি চলছে ওয়ান ওয়েতে। অর্থাৎ একদিক থেকে আসা ফেরি চ্যানেলে থাকলে অন্যদিক থেকে আসা ফেরিকে চ্যানেলের বাইরে অপেক্ষা করতে হচ্ছে।’
এদিকে ফেরি সার্ভিসে সাময়িক প্রতিবন্ধকতার কারণে যাত্রীরা ঢাকা থেকে লোকাল বাসে চড়ে শিমুলিয়া ঘাটে এসে লঞ্চ ও সিবোটে করে পদ্মা নদী পাড়ি দিয়ে ওপারে যাচ্ছে।পরে সেখান থেকে বাস, মাইক্রো করে গন্তব্যে রওয়ানা হচ্ছে। ফলে আজ লঞ্চ ও স্পিডবোট ঘাটেও ছিল ঈদে ঘরমুখো মানুষের ঢল।
বাসস/সংবাদদাতা/এমকে/১৬৩৫/কেজিএ