বাসস দেশ-৪১ : গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

151

বাসস দেশ-৪১
ভ্রাম্যমাণ-আদালত-জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
গোপালগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ দুপুরে মেয়াদ উর্ত্তীর্ণ ও প্যাকেটের গায়ে মূল্য না থাকার দায়ে একটি সারের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠনকে ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। তিনি জানান, কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের একটি সারের দোকানে প্যাকেট জাত সারের গায়ে মূল্য তালিকা এবং অপর তিনটি মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকার দায়ে মোড়কজাত বিধি লংঘন আইনের ৩৭ এর ১৮ ধারায় সরদার এন্টারপ্রাইজ নামে সারের দোকানকে ১৮ হাজার ও অপর তিন মুদি দোকানকে ৩হাজার ৫শ’ মোট ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১০/কেজিএ