বাসস দেশ-৩৭ : কুমিল্লায় ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপনের কর্মসূচি গ্রহণ

145

বাসস দেশ-৩৭
দিবস-সমূহ-উদযাপন
কুমিল্লায় ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপনের কর্মসূচি গ্রহণ
কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির জনকের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুমিল্লায় উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভায় করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় দিবস সমূহ উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, জেলা শিক্ষা অফিসার এম, এ মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪৬/কেজিএ