বাসস ক্রীড়া-১১ : সুয়ারেজকে নিয়েই টাচেলের ভয়

110

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইউরো-চ্যাম্পিয়ন্স-চেলসি-অ্যাটলেটিকো-প্রিভিউ
সুয়ারেজকে নিয়েই টাচেলের ভয়
লন্ডন, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): চেলসি কোচ থমাস টাচেল বলেছেন তিনি লুইস সুয়ারেজের প্রতি অনুরক্ত। গত সেপ্টেম্বর বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়ার আগে তিনি সুয়ারেজকে তৎকালীন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নিতে চেয়েছিলেন।
অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে সোমবার বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে চেলসিকে হারানোর জন্য তার মুল ভরসা সুয়ারেজ। চেলসির কোচের দায়িত্ব নিয়ে টাচেল এ পর্যন্ত সাত ম্যাচে অংশগ্রহন করে অপরাজিত আছেন। লন্ডনের এই ক্লাবটি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৫ম স্থানে রয়েছে। সেই সঙ্গে পৌঁছে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে।
তবে জর্মান কোচ টাচেল মনে করেন অ্যাটলেটিকোর বিপক্ষে তার দলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তিনি বলেন,‘ ক্রীড়া, মানষিকতায় এবং শারিরিক ভাবেই এটি যে বড় পরীক্ষা সে বিষয়ে কোন সন্দেহ নেই। এই পর্যায়ে ক্লাবটির রয়েছে বিশাল অভিজ্ঞতা। অভিজ্ঞ ও কঠিন একজন কোচের বিপক্ষে আমাদের খেলতে হবে।’
এই মৌসুমে অ্যাটলেটিকোর খেলার ধারা বিকশিত হয়েছে। সুয়ারেজ, জোয়াও ফেলিক্স ও মার্কোস লরেন্তের সমন্বয়ে গঠিত আক্রমনভাগকে সামাল দেয়া কঠিন। সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোল দাতার আসনে রয়েছেন সুয়ারেজ। বার্সেলোনা ছেড়ে আসা আরেক তারকা নেইমারের সঙ্গে সুয়ারেজকে মিলিয়ে দিতে চেয়েছিলেন পিএসজির তৎকালীন কোচ টাচেল। যাতে কিলিয়ান এমবাপ্পেকেও সম্পৃক্ত করে আক্রমনভাগের একটি ভয়ঙ্কর ‘ত্রিমুর্তি’ গড়ে তোলা যায়। টাচেল বলেন,‘ সেখানে সম্ভাবনা ছিল। তিনি বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন বলে গুজব আমরাও শুনেছিলাম। অতীত ও বর্তমানের বিশ^সেরা খেলোয়াড়দের তালিকায় থাকা এমন খেলোয়াড়কে যে কেউ দলভুক্ত করতে চাইবে। ’
এদিকে সিমিওনে সোমবার বলেছেন, সুয়ারেজ অ্যাটলেটিকোকে বিশ^াস যোগাচ্ছেন। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে নয়, সব ধরনের টুর্নামেন্টেই তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রানিত করে। তিনি বলেন,‘ সুয়ারেজ আমাদের দলকে আত্মবিশ^াসী করে তুলছেন। তার উপস্থিতি প্রতিপক্ষ দলগুলোকে চিন্তায় ফেলে দেয়। কারণ ইতিহাস বলছে তিনি এমন এক খেলোয়াড় যার গোল দেয়ার দক্ষতা রয়েছে।’
তবে অতীত ভুলে চেলসিকে বর্তমানেই মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন টাচেল। তিনি বলেন, ‘পেছনের দিকে বেশী তাকানোটা আমার জন্যও খুব একটা ভাল হবে না। আমরা সামনের দিকে তাকিয়ে আছি, কালকের ম্যাচে তার (সুয়ারেজ) বিপক্ষে খেলার দিকে তাকিয়ে আছি। আমরা তার দক্ষতা সম্পর্কে বেশ ভালভাবেই জানি। এজন্য আমরা প্রস্তুত। চেষ্টা করবো তাকে রুখে দিতে।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র কালকের ম্যাচটিরও ভেন্যুর পরিবর্তন ঘটেছে। করোনা সংক্রমনে ভ্রমন নিষেধাজ্ঞার কারণে মাদ্রিদের পরিবর্তে বুখারেস্টে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অ্যাওয়ে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হওয়াটি বাড়তি সুযোগ হিসেবেই দেখছেন টাচেল।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/স্বব