বরগুনায় শুঁটকি ব্যবসায় ক্ষতি কাটাতে সরকারি সহায়তা দেয়া হবে

230

বরগুনা, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : করোনাকালীন সময়ে জেলার ক্ষতিগ্রস্ত শুঁটকি ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেয়া হবে।
বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ক্ষতিগ্রস্ত শুঁটকি ব্যবসায়ীদের তালিকা তৈরী করে সরকারিভাবে তাদের প্রণোদনা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। সকল ব্যবসায়ীদেরকে সরকারিভাবে ঋণ দেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
বরগুনার উপকূলীয় লালদিয়া, আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা বিভিন্ন চরাঞ্চলের শুঁটকি পল্লীতে গত ৩ মাস ধরে প্রায় ৬ হাজার জেলে-শ্রমিক শুঁটকি তৈরির কাজ করছেন। করোনার প্রভাবে এ মৌসুমে এ ব্যবসায় চরম মন্দা যাচ্ছে। জেলেরা জানিয়েছেন, মুখ থুবড়ে পড়েছে এবারের শুঁটকি ব্যবসা।
শুঁটকি পল্লীগুলোতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাস ধরে চলে শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এই শুঁটকি চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে চালান হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার আগে যেসব শুঁটকি মণ প্রতি ৫শ’ টাকায় বিক্রি হয়েছে সেসব শুঁটকি বিক্রি হচ্ছে ২ থেকে ৩শ’ টাকায়।