বাসস দেশ-৬ : পিরোজপুরে পোনা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন

94

বাসস দেশ-৬
পোনা সেতু-নির্মাণ সম্পন্ন
পিরোজপুরে পোনা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন
পিরোজপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলায় পোনা নদীর উপর সেতু নির্মাণের কাজ চলতি অর্থবছরের ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বরিশাল-ঝালকাঠী- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৬তম কিলোমিটারে পোনা নদীর উপর ১৬০ মিটার দৈর্ঘ্যরে এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ পিসি গার্ডার সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, সেতুটি নির্মাণের ফলে বিভাগীয় শহর বরিশাল থেকে পিরোজপুর জেলা সদর ও মঠবাড়িয়া উপজেলায় যাতায়াতে সুবিধা হবে। ২০১৮-১৯ অর্থবছরে এ সেতুটির নির্মাণকাজ শুরু এবং যথাসময়ে সম্পন্ন হয়েছে। শিগগিরই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩২০/এমকে