কুমিল্লায় ১২২জন দুস্থ নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

212

কুমিল্লা (দক্ষিণ), ২৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ ২০২০-২০২১ অর্থবছরে ভিজিডি কর্মসূচীর আওতায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ১২২ জন হতদরিদ্র নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. খোরশেদ আলম তার কার্যালয়ে এ চাল বিতরণ করেন।
ইউচি চেয়াম্যান খোরশেদ আলম জানান, দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দু’বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আজ ১২২ জন দুস্থ মহিলার মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।