বাসস দেশ-৩ : জয়পুরহাটে ৩৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

91

বাসস দেশ-৩
শিক্ষাবৃত্তি-জয়পুরহাট
জয়পুরহাটে ৩৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
জয়পুরহাট, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় জেলায় আজ ৩৫জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৫২হাজার পাঁচশ’ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় আউসগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিম।
মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রতিমাসে পাঁচশ’ টাকা হারে তিনমাস পর একসঙ্গে একহাজার পাঁচশ’ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/এমকে