বাসস বিদেশ-২ : ফের খুলে দেয়া হচ্ছে নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো

141

বাসস বিদেশ-২
স্বাস্থ্য-ভাইরাস-যুক্তরাষ্ট্র-চলচ্চিত্র
ফের খুলে দেয়া হচ্ছে নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো
নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো আগামী মাসে আংশিকভাবে ফের খুলে দেয়া হচ্ছে। এ নগরীতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি পদক্ষেপ। সোমবার গভর্নর অ্যানড্রিউ কোমো এই ঘোষণা দেন। খবর এএফপি’র।
কোমো বলেন, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রীনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবে। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে।
কোমা টুইটার বার্তায় লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’
মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। নগরীতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বাসস/এমএজেড/১০৩০/জেহক