বাসস দেশ-৩৬ : সাতক্ষীরায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নাগরিক সংলাপ

133

বাসস দেশ-৩৬
অনগ্রসর জনগোষ্ঠি- নাগরিক সংলাপ
সাতক্ষীরায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নাগরিক সংলাপ
সাতক্ষীরা, ২২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ ‘দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে হতদরিদ্র অবস্থা থেকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ, রাষ্ট্রের চলমান কর্মসূচি ও করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে দু’টি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা শাখা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২০০৯/এমকে