বাসস ক্রীড়া-৭ : প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারাল নিউজিল্যান্ড

109

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-টি -২০
প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারাল নিউজিল্যান্ড
ক্রাইসচার্চ (নিউজিল্যান্ড), ২২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া স্বাগতিক নিউজিল্যান্ডের দুর্বল সুচনার পর কনওয়ের ৫৯ বলে অপরাজিত ৯৯ রানের অসাধারণ এক ইনিংসের সুবাদে তারা ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। কিউই স্পিনার ইশ সোধি ২৮ রানে তুলে নেন চার উইকেট। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্য্ধানে এগিয়ে গেল কিউইরা।
কোভিড-১৯ মাহামারির কারণে নিউজিল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে সফরকারী দলটিকে। তবে এই কারণেই প্রথম ম্যাচে অসিদের পরাজয় হয়েছে বলে মনে করেন না অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
তিনি বলেন,‘ এতে শুধু এই টুকুই মনে হয়েছে যে আমরা দীর্ঘদিন পর খেলতে নেমেছি। তবে কোয়ারেন্টাইনে আমাদের জন্য যথার্থভাবেই সব কিছু দেয়া হয়েছে। তারা কঠোর পরিশ্রম করে খেলতে পেরেছে, যা আমরা সঠিকভাবে পারিনি।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোটা অংকে চুক্তিবদ্ধ ঝাই রিচার্ডসন ৩১ রান দিয়ে স্বাগতিক দলের দুটি উইকেট তুলে নিলেও সফকারী কোন বোলার হার মানাতে পারেনি কনওয়েকে। তার ৫৯ বলের চোক ধাধাঁনো ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় ও ১০টি চারে। যার ফলে মাত্র ১৯ রানে তিন উইকেট খোয়ানোর পরও ভাল একটি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
কনওয়ে বলেন,‘ মুল বিষয় হচ্ছে ইতিবাচক থাকা। এর ফলেই আমি সেরাটা অর্জন করতে পেরেছি। আমি খুব বেশী চিন্তা করা থেকে বিরত থাকার চেস্টা করেছি। এবং ভাল জুটি গড়তে চেয়েছি। ’
জবাবে শুরু থেকেই চাপ নিয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। সুযোগটি বেশ ভাল ভাবেই কাজে লাগায় স্বাগতিক দুই সিমার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। আঘাত হনেন অসি টপ অর্ডারে। মিচল মার্শ একাই কিছুটা প্রতিরোধ করার চেস্টা করেছেন। করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান। এছাড়া এ্যাস্টন আগার ২৩ রানের যোগান দেন। ফলে সহজ জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। সোধির চার উইকেটের পাশাপাশি স্বাগতিকদের হয়ে গুরুত্বপুর্ন দুটি করে ইউকেট নিয়েছেন সাউদি ও বোল্ট।
বাসস/এএফপি/এমএইচসি/১৯২৫/স্বব