বাসস দেশ-৩০ : চট্টগ্রামে ট্র্যাকের ধাক্কায় দুই নারী বাসযাত্রী নিহত

93

বাসস দেশ-৩০
সড়ক-র্দ্ঘূটনা
চট্টগ্রামে ট্র্যাকের ধাক্কায় দুই নারী বাসযাত্রী নিহত
চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী বাস যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বেওলা সিকদার পাড়ার মো. লোকমানের স্ত্রী রিনা আকতার (১৮) ও রামুর পূর্ব জোয়ারিয়ানালার আলতাফ আহমদের মেয়ে ছেনু আরা বেগম (২৯)। এর মধ্যে ছেনু আরা বেগম আরা বেগম ছিলেন এনজিওকর্মী।
দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ র্দ্ঘূটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ‘মারসা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন, বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়ি দুটিকে এরই মধ্যে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাসস/জিই/কেএস/১৯১৮/কেএমকে