বাসস দেশ-২৭ : প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে করোনার টিকার ব্যবস্থা করেছেন : হুইপ ইকবালুর রহিম

92

বাসস দেশ-২৭
দিনাজপুর- ইকবালুর রহিম
প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে করোনার টিকার ব্যবস্থা করেছেন : হুইপ ইকবালুর রহিম
দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে রক্ষা করতে দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাসের টিকার ব্যবস্থা করেছেন। মানুষ টিকা গ্রহনে সাচ্ছন্দবোধ করছেন এবং সানন্দে টিকা নিচ্ছেন।
আজ সোমবার দুপুর ২টায় দিনাজপুর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর টিকাদান কার্যক্রম পরিদর্শন এবং স্বাস্থ্য বিষয়ক কমিটির সভায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
হুইপ বলেন, বিএনপি এখন করোনা ভাইরাসের টিকা নিয়ে গুজব সৃষ্টি ও জনগনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকা নিচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলার সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, জেলা বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নজমুল ইসলাম প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯০০/এমকে